মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

মাশরাফির শেষ টি ২০ আজ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ১০১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ক্যারিয়ারের শেষ টি ২০ ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি মুর্তজা।

সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে ড্রয়ের পর সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে একই ভেন্যুতে মঙ্গলবার প্রথম টি ২০ ম্যাচ খেলে টাইগাররা।

তবে ম্যাচের আগে এক ফেসবুক বার্তা এবং টসের সময় আনুষ্ঠানিকভাবে মাশরাফি জানান, এই সিরিজ পরেই তিনি আর টি ২০ খেলবেন না।

তার এই আচমকা সিদ্ধান্তে স্তম্ভিত টাইগার সমর্থক গোষ্ঠী। দলের সদস্যরাও তার অবসরের সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি।

তবে যে ক্রিকেটার আজীবন দেশের জন্য খেলেছেন তিনি চেয়েছেন তার এই সিদ্ধান্ত নিয়ে যেন কোনো বিতর্ক না হয়। শক্তভাবে যেন এগিয়ে যায় বাংলাদেশের ক্রিকেট।

২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি ২০ অভিষেক হয় মাশরাফির। অভিষেকের পর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫৩ ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

মাশরাফির নেতৃত্বেই দল টি ২০-তে সবচেয়ে বেশি নয়টি জয় পেয়েছে।

বোলার হিসেবে নিয়েছেন ৪১ উইকেট। এই ফরম্যাটে ১৯ রানে চার উইকেট তার সেরা বোলিং।

ব্যাট হাতেও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নড়াইল এক্সপ্রেস। ৫৩ ম্যাচের মধ্যে ব্যাট করার সুযোগ পেয়েছেন ৩৮ ইনিংসে। সর্বোচ্চ ৩৬ রানের সঙ্গে পুরো ক্যারিয়ারে ৩৭৭ রান করেন তিনি।

এদিকে বিদায়ী ম্যাচে অধিনায়ককে জয় উপহার দিতে উদগ্রীব দলের সবাই। জয়ই হবে তার যোগ্য উপহার।

মাশরাফির শেষ টি ২০ ম্যাচটা বাংলাদেশ জিতলে এবারের শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডের পর দুই ম্যাচের টি ২০ সিরিজও ১-১ এ ড্র হবে।

তবে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নয়, সফরের শেষ ম্যাচটিকে মাশরাফির বিদায় লগ্ন রাঙিয়ে রাখার উপলক্ষ হিসেবে নিয়েছে বাংলাদেশ দল। আজ শুধু মাশরাফির জন্য জিততে চান তামিম-সাকিবরা।

কলম্বোর টিম হোটেলে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেটাই জানালেন তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন, ‘সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প নেই। আমি ব্যক্তিগতভাবে বলব, আমরা দ্বিতীয় টি ২০ ম্যাচটা খেলব শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইব জিতে তাকে বিদায়ী উপহার দিতে।’

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com