শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ভারতকে বাইরে রাখলেও ব্রিটেনের লাল তালিকায় বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫০ বার পড়া হয়েছে

ব্রিটেনের করোনার বিধিনিষেধে পরিবর্তন আনা হয়েছে। এতে বাংলাদেশকে লাল তালিকায়ই রাখা হয়েছে। যদিও ভারতকে লাল তালিকার বাইরে রাখা হয়েছে। রোববার (৮ আগস্ট) থেকে নতুন নীতিমালা কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) স্কাই নিউজের খবরে বলা হয়েছে, নতুন বিধিনিষেধে ফ্রান্সের কেউ করোনার দুটি ডোজ নিয়ে থাকলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

লাল তালিকায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, বতসোয়ানা, ব্রাজিল, বুরুন্ডি, কেপ ভার্ডে, চিলি, কলোম্বিয়া, কঙ্গো, কোস্টারিকা, কিউবা, ডমিনিক রিপাবলিক, ইকোয়েডর, মিসর, ইরিত্রিয়া, সোয়াজিল্যান্ড, ইথিওপিয়া, ফরাসি গায়ানা, গায়ানা, হাইতি, ইন্দোনেশিয়া, কেনিয়া, লেসোথো, মালাউই, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মোজাম্বিক, মিয়ানমার, নামিবিয়া, নেপাল, ওমান, পাকিস্তান, পানামা, পেরাগুয়ে, পেরু, ফিলিপিন্স, রুয়ান্ডা, সিসিলিস, সিয়েরা লিওন, সোমারিয়া, দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে, ভেনিজুয়েলা, নামিবিয়া ও জিম্বাবুয়ে।
রোববার থেকে ভারত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে লাল তালিকা থেকে মুক্তি দেওয়া হয়েছে। অ্যাম্বার তালিকায় থাকা দেশগুলোর নাগরিকরা পুরোপুরি টিকা না নিলে অন্তত ১০ দিন সেলফ-আইসোলেশনে থাকতে হবে।
লাল তালিকায় থাকা দেশগুলো থেকে কেউ ইংল্যান্ডে আসলে তাকে ১০ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশটিতে ঢোকার দ্বিতীয় ও অষ্টম দিনে তাদের করোনার পরীক্ষা করতে হবে।
কেউ যদি নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইন পালনে ব্যর্থ হন তাহলে তাকে ১০ হাজার ইউরো জরিমানা গুনতে হবে। এছাড়া হোটেল কোয়ারেন্টাইনের খরচও ভ্রমণকারীদের মেটাতে হবে। ১০ দিন এবং ১১ রাতের হোটেল কোয়ারেন্টাইনের খরচ প্রতি জনে ১ হাজার ৭৫০ ইউরো পড়বে।

তবে হোটেলের একই কক্ষে অতিরিক্ত লোকজন নিয়ে কোয়ারেন্টাইন পালন করলে সেক্ষেত্রে খরচও কম হবে। এছাড়া লাল তালিকার দেশের নাগরিকদের করোনার টিকা দেওয়া হলেও ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে করোনা পরীক্ষা করতে হবে।
এদিকে ভারতের জনসংখ্যার ২৭ দশমিক ৭ শতাংশকে টিকার এক ডোজ ও সাত দশমিক আট শতাংশকে দুডোজ দেওয়া হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন চার লাখ ২৫ হাজার ৭০০ জন।
যুক্তরাষ্ট্রে গেল ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৪ আগস্ট) দেশটিতে এক লাখের বেশি লোকের করোনা পজিটিভ এসেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের টালি বলছে, করোনার টিকা নেওয়া কম হয়েছে এমন এলাকাগুলোতে ডেল্টা ভ্যারিয়েন্ট আগ্রাসী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে গত সাতদিন ধরে গড়ে ৯৪ হাজার ৮১৯ জন করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
এক মাসেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের সংখ্যা পাঁচ গুণ বেড়েছে। বুধবার রয়টার্সের উপাত্ত সেই কথাই বলছে। গত সাত দিনের গড় করোনা সংক্রমণ বলে দিচ্ছে, কীভাবে মহামারি সর্বত্র ছড়িয়ে পড়ছে।
বুধবার মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেন, আসছে সপ্তাহগুলোতে দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ বেড়ে দুই লাখ হয়ে যেতে পারে। যদি অতিমাত্রায় সংক্রমণে সক্ষম আরেকটি ধরন এসে পড়ে, তবে পরিস্থিতি মারাত্মকভাবে খারাপ হয়ে যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com