মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

বড় বাঁচা বেঁচে গেল আর্জেন্টিনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৮৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে চিলির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার।

বুয়েন্স এইরেসে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে।

তবে এরপরও বলা বাহুল্য, বড় বাঁচা বেঁচে গেছেন মেসিরা। খেলার ৬ মিনিটে সানচেজের ক্রসে মাথা ছুঁইয়ে স্বাগতিকদের স্তব্ধ করে দেন পেদ্রো ফুয়েনজালিদা। কিন্তু অফ-সাইডের কারণে সেটি বাতিল হয়।

এরপর ১৫ মিনিটে চিলির রক্ষণের ভুলে পাওয়া পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন বার্সেলোনার তারকা লিওলেন মেসি।

হাভিয়ের মাসচেরানোর বাড়ানো পাস বক্সের ভেতর আঞ্জেল দি মারিয়া নিয়ন্ত্রণে নিতে যাওয়ার আগ মুহূর্তে তাকে বাজে ট্যাকল করেন চিলিয়ান ডিফেন্ডার ফুয়েনজালিদা।

স্পট কিক থেকে মেসি তার এক সময়কার বার্সেলোনা সতীর্থ গোলরক্ষক ক্লাউদিও ব্রাভোকে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এর মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে মেসি নিজের গোল সংখ্যা নিয়ে গেলেন ৫৮-তে।

প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। বিরতিতে যাওয়ার মিনিট খানেক আগে সহজ সুযোগটা নষ্ট করেছেন নিকোলাস ওতামেন্দি।

মেসির নেয়া ফ্রি-কিক চিলির এক ডিফেন্ডারের গায়ে লেগে যাচ্ছিল গোললাইনের দিকে, সামনে এগিয়ে আসা ওতামেন্দি ফাঁকায় বল পেয়ে যান। কিন্তু গোলপোস্টের সামনে শুধু ব্রাভোকে পেয়েও তিনি বল উড়িয়ে মারেন বারের ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধে অবশ্য চিলি ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছে। সুযোগও তৈরি করেছে বেশ কয়েকটি। সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিল ৬৪ মিনিটে, বক্সের খানিকটা বাইরে থেকে নেয়া সানচেজের ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত তাদের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় আর্জেন্টিনা ১-০ গোলের সঙ্গে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ছাড়ে মাঠ। এতে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ থেকে এক লাফে তিনে উঠে এসেছেন মেসিরা। ১৩ ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ২২। আর ২০ পয়েন্ট নিয়ে হেরে যাওয়া চিলি নেমে গেছে ষষ্ঠ স্থানে।

অবশ্য এই ম্যাচের মধ্য দিয়ে এক রকম প্রতিশোধ নিয়েছে আর্জেন্টিনা। কারণ এই চিলির বিপক্ষে আর্জেন্টিনা হেরেছে টানা দুটি কোপা আমেরিকার ফাইনাল।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com