শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

জব্দ করা সিংহটি মালিকের কাছে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫০ বার পড়া হয়েছে

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে জব্দ করা পোষা সিংহটি। এক চীনা নাগরিক ১৮ মাস বয়সী পুরুষ সিংহটি অবৈধভাবে পাচার করে দেশটিতে নিয়ে গিয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও দেখার পর গত এপ্রিলে তদন্ত শুরু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জানা যায়, টিকটকে আদর ও গোসল করানোর ভিডিও প্রকাশ করার পর ৭০ কেজি ওজনের সিংহটির বিষয়ে গত এপ্রিলে তদন্ত শুরু করে কম্বোডিয়ার কর্তৃপক্ষ। দেশটির রাজধানীর একটি বিলাসবহুল বাড়ি থেকে গত ২৭ জুন পোষা সিংহটি জব্দ করে তারা। পরে পশুটিকে একটি উদ্ধার কেন্দ্রে পাঠানো হয়।

তখন থেকেই এর মালিক সিংহটি ফিরে পেতে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন আবেদন জানিয়ে আসছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ওই চীনা নাগরিকের নাম ঝাই জিনজিয়ান বলে জানিয়েছে। গত রবিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হান সেন মালিকের আবেদনে সাড়া দেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী হান সেন জানান, ইস্যুটি নিয়ে তিনি কৃষিমন্ত্রী ভেং সাখোনের সঙ্গে আলোচনা করেছেন। প্রাণীটি যথাযথভাবে একটি খাঁচায় রাখার শর্তে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় বিষয়ে তিনি সম্মত হয়েছেন। এছাড়া মালিকের কাছ থেকে কোনও জরিমানা আদায় করা হয়ে থাকলে তাও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পোস্টের নিচে মন্তব্য করে তাকে ধন্যবাদ জানান সিংহটির মালিক। এছাড়া তাকে সমর্থন জানানোয় কম্বোডিয়ার মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কম্বোডিয়ার কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সহানুভূতির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিংহটির নিরাপত্তা নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

এর আগে কম্বোডিয়ার পরিবেশ মন্ত্রণালয় জানায়, দেশটিতে সিংহ পোষা বেআইনি। দেশটির বন আইনের ৪৯ ধারা উল্লেখ করে তারা জানায় এই ধারায় বন্যপ্রাণীর জন্য বিপজ্জনক হতে পারে এমন কোনও কাজকর্মই বেআইনি।

তবে প্রাণীটির সঙ্গে কোনও অন্যায় আচরণের কথা অস্বীকার করেন ঝাই জিনজিয়ান। তিনি জানান, কেবল পোষা প্রাণী রাখার জন্যই মাসে ৫ হাজার ডলার দিয়ে বাড়ি ভাড়া করেছেন তিনি। কম্বোডিয়ায় সিংহ পোষা রাখা বেআইনি তা জানতেন না বলে দাবি করেন তিনি। আর এর কারণে প্রতিবেশিদের কোনও ক্ষতি হলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com