নাটোরে কর্মরত দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও জেলা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম মুনি (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার সকাল ৯ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার বাদ আছর শহরের গাড়িখানা এলাকায় পৌরসভা মসজিদ চত্বরে তার জানাজা নামাজ শেষে গাড়ীখানা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
এদিকে প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম মুনির মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সংসদ ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল,জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা,পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও নাটোরের সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ