কৃষি প্রণোদনার মাধ্যমে প্রথমবারের মত সূর্যমুখীর চাষে সফলতার স্বপ্ন দেখছেন দিনাজপুরের ঘোড়াঘাটে ৮০ জন চাষী। সবুজ পাতার মাঝে শোভা পাচ্ছে হাইবিধড জাতের হলুদ রঙের সূর্যমুখী ফুলের। তেল উৎপাদনের লক্ষে নিয়ে স্থানীয় কৃষকদের উৎসাহ দিতে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওয়তায় প্রথম বারের মত উদ্যোগ নেয় ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্পধসারণ অধিদপ্তর।
সরকারী কৃষি প্রণোদনার মাধ্যমে চলতি মৌসুমে ৮০ জন চাষীরা চাষ করছেন সূর্যমুখী। এই সূর্যমুখী চাষের ফলে অনেকের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর নজর কেড়েছে দৃষ্টি নন্দন এ ফুলের চাষ। আবহাওয়া অনুকূলে থাকে ল সূর্যমুখীর ভালো ফলনের আশা করছে স্থানীয় চাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮০ জন কৃষকদের সূর্যমুখী চাষ করার জন্য বিঘা প্রতি ১ কেজি ক রে কৃষি প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে। সেই সাথে কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ সূর্যমুখীর চাষকৃত জমি ̧লোতে নিয়মিত পরিদর্শন করছেন।
এ বছর ১২ হেক্টর জমিতে ৩২ টন সূর্যমুখীর বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর ফলে চাষীরা আর্থিক ভাবে লাভবান হবে। সূর্যমখীর বীজ বিস্তৃতি করে এবার কৃষকের মুখে হাসি ফুটবে বলেও আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।
উপজেলা ভর্নাপাড়া গ্রামের রেজাউল বলেন, চাষীরা সাধারণত ধান,গমসহ অন্যান্য ফসল নিয়ে সারা বছর ব্যস্ত সময় পার করেন তাই সূর্যমুখী চাষের দিকে নজর দিচ্ছে না। এ বছর কৃষি অফিস থেকে পুনর্বাসনের আওতায় বীজ দেওয়ার কারণে অনেক চাষীর মাঝে সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার বলেন,ধান এবং সবজির চেয়ে সূর্যমুখী চাষ লাভজনক কারণ সেচ কম লাগে, রোগ বালাই কম । আমাদের ক্রমবর্ধমান তেলের চাহিদা পূরণে সূর্যমুখী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তেল ছাড়াও খৈল দিয়ে মাছের খাবার ও গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এর কোন অংশই ফেলা যায় না। এছাড়াও বাড়ির আঙিনায় সূর্যমুখীর চাষ করে পরিবারের ভোজ্য তেলের ঘাটতি পূরণ করা সম্ভব।
ঘোড়াঘাট উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম শনিবার সকালে ভর্নাপাড়া গ্রামের রেজাউল ইসলামের সৃর্যমুখী চাষের জমি পরিদর্শন করেন। তিনি বলেন উপজেলা পরিষদ থেকে কৃষকদের সাবিক সহযোগিতা করা হবে। এবং এতে করে অন্যান্য কৃষকরাও লাভজনক ফসল সূর্যমুখী চাষ করতে আগ্রহী হন।
বাংলা৭১নিউজ/জিকে