চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমুম ইফতেখার। বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে জীবন বাঁচানোর সংগ্রামে লড়ছেন তিনি।
ইতিমধ্যে সাইমুমের ছয়টা কেমো হয়ে গেছে। যার প্রতিটার পেছনে প্রায় এক লাখ টাকা করে খরচ হয়েছে। চিকিৎসকরা বলছেন, ক্যান্সার ফুসফুসে পৌঁছালেই সাইমুমকে আর বাঁচানো যাবে না। এজন্য দ্রুত তার বাম পা কেটে ফেলতে হবে, যাতে ক্যান্সার ফুসফুস পর্যন্ত সংক্রমিত না হয়। ঈদের আগেই এ অপারেশন করতে হবে। এজন্য প্রয়োজন ১০ লাখ টাকা। কিন্তু এতদিনের চিকিৎসার খরচ বহন করতে করতে সাইমুমের পরিবার প্রায় অর্থশূণ্য।
তাই সাইমুমের পরিবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা :
বিকাশ নম্বর ০১৮৬১২০৫০২৫ ও ০১৭৭৯৩৮৭৭৯০ (দুটোই পারসোনাল নম্বর)। এছাড়া সাইমুমের বিষয়ে জানতে ও সাহায্যের বিষয়ে তার বড় ভাই’র মোবাইল নম্বরে ০১৭৩০০৯৩৮৪৫ যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, ৩০ জুনের মধ্যেই সাহায্য পাঠানোর জন্য সাইমুমের পরিবার ও বন্ধুরা আহ্বান জানিয়েছে।
বাংলা৭১নিউজ/সর