বিশ্বের অন্যতম প্রভাবশালী মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল। অন্যদিকে বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান হুন্দাই। মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে যৌথ অংশীদারিত্বের ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার হুন্দাই।
ঘোষণার পরই হুন্দাইয়ের শেয়ারের দাম বেড়ে যায় ২০ শতাংশ। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই সুর বদলেছে হুন্দাই। ‘খুব শিগগিরই অ্যাপলের সঙ্গে সম্ভাব্য বৈদ্যুতিক গাড়ি নির্মাণের অংশীদারিত্বে যাচ্ছি আমরা।’ হুন্দাইয়ের এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পর প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বিষয়ে জানায়, ‘আমরা খুব শিগগিরই বড় একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে যাওয়ার জন্য আলোচনা করছি।’ পরের বক্তব্যে অ্যাপলের নাম উল্লেখ না করায় চুক্তি নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
অ্যাপল এবং হুন্দাই সম্প্রতি অংশীদারিত্বের ভিত্তিতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই আলোচনা থেকে এখনও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। হুন্দাই এ বিবৃতি দেওয়ার পর তাদের শেয়ার মূল্য ২০ শতাংশ বেড়ে গিয়ে ৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।
তবে সংশোধনী বিজ্ঞপ্তিতে হুন্দাই জানায়, বৈদ্যুতিক গাড়ি নির্মাণের বিষয়ে কয়েকটি বড় কোম্পানির সঙ্গে তাদের আলোচনা চলছে। তাদের মধ্যে অ্যাপলও রয়েছে। অ্যাপল কোনো নতুন ব্যবসা শুরুর আগে নিজেদের তথ্যের গোপনীয়তা সম্পর্কে খুব সচেতন থাকে। তারা আগে থেকে বাজারে কোনো তথ্য প্রকাশ করে না। যদিও গত মাসে খবর প্রকাশ হয়, আগামী ২০২৪ সাল নাগাদ চালকবিহীন গাড়ি নিয়ে আসছে অ্যাপল।
তবে, এরই মধ্যে হুন্দাই নতুন প্রযুক্তির গাড়ি নির্মাণের মনোযোগী হয়ে উঠেছে। বৈদ্যুতিক গাড়ি, চালকবিহীন গাড়ি এবং উড়ন্ত গাড়ি অন্যতম।
বাংলা৭১নিউজ/এমএস