রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

পাবিপ্রবি শিক্ষক নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ

পাবিপ্রবি প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৪ বার পড়া হয়েছে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অধ্যাপক পদে নিয়োগের বিরুদ্ধে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছেন। রোববার (১৩ ডিসেম্বর) আদালত এ আদেশ দেন।

রিটকারী ড. এম আবদুল আলীম জানান, চলতি বছরের ১৩ অক্টোবর ব্যবসায় প্রশাসন বিভাগ ও গণিত বিভাগে শূন্যপদে প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর পছন্দের চার শিক্ষক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক, বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফজলুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও পরিবহন প্রশাসক জিয়া পরিষদ নেতা ড. মো. কামরুজ্জামান, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুনার রশিদকে প্রফেসরের শূন্যপদে নিয়োগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা লঙ্ঘন করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।
 
এই নিয়োগ চ্যালেঞ্জ করে পাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আবদুল আলীম গত ৫ নভেম্বর ক্যম্পাসে ভিসির এম. রোস্তম আলীর দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে আট দফা দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করেন।
 
এতে ভিসি কর্ণপাত না করায় তিনি হাইকোর্টে রিট করেন। রিট চলা অবস্থায় অতি গোপনে তড়িঘড়ি করে গত ১২ ডিসেম্বর অনলাইনের মাধ্যমে নিয়োগ বোর্ড সম্পন্ন করেন। 
রোববার হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামানের আদালত এই নিয়োগের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। 

মামলার আইনজীবী মাহমুদ হাসান রানা জানান, আমরা স্থগিতাদেশের কপি পাঠিয়ে দিয়েছি। তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এই নিয়োগ প্রক্রিয়া চলমান রাখে, তাহলে আইন অমান্য করা করা হবে বলেও জানান তিনি। 

রিটকারী শিক্ষক ড. এম আবদুল আলীম বলেন, গত ৫ নভেম্বর আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ১০ দফা দাবিতে যে একক অবস্থান-কর্মসূচি পালন করি। সেখানে দাবি করা হয়েছিল, নীতিমালা লংঘন করে দেওয়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। কিন্তু উপাচার্য তা আমলে না নেওয়ায় আমি হাইকোর্টে রিট করি। নীতিমালা লঙ্ঘন করে নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টের এই স্থগিতাদেশে আমার দাবির যৌক্তিকতাই প্রতিষ্ঠিত হলো।

তিনি আরও বলেন, ভিসি তার ইচ্ছেমতো বিশ্ববিদ্যালয়ে কাজ এবং স্বেচ্ছাচারী আচরণ করছেন। ভিসির ওই ৪ শিক্ষকের মধ্যে একজন জিয়া পরিষদের নেতা এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনসহ অফিস কক্ষে গোপন খাস কামরা তৈরি করে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে পাবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. রোস্তম আলী ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমারের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com