নদী কমিশনের চেয়ারম্যান মায়িশা গ্রুপের বিরুদ্ধে নদী দখল নিয়ে মনগড়া প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও মায়িশা গ্রুপের চেয়ারম্যান আসলামুল হক। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নৌ মন্ত্রণালয়ের আয়ে নদী কমিশনের বেতন হয় বলে সংস্থাটি তাদের পক্ষে প্রতিবেদন দিয়েছে বলেও অভিযোগ করেন আসলামুল হক।
তিনি বলেন, এটা জরিপ করা প্রয়োজন, আটমাস উনি ঘুমিয়ে ছিলেন, উনার এখানে শত শত আবেদন আছে, অন্য কোন আবেদনকে উনি তড়িঘড়ি করে আমলে নিলেন না, শুধু আমার এই বিষয়টি আমলে নিয়ে উনি তড়িঘড়ি করে একটি রিপোর্ট তৈরি করলেন। যে রিপোর্টটি আইন বিবর্জিত, পরস্পরবিরোধী।
বাংলা৭১নিউজ/এএম