মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে সাটুরিয়া উপজেলার তিল্লী ও বরাইদ ইউনিয়ন কার্যলয়ের সামনে ১ হাজার ২শ পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন নৌবাহিনীর সদস্যরা।
এতে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লে. কর্নেল সোলায়মান কবির, উপজেলা নিবার্হী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।