সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

কুষ্টিয়ায় পদ্মা-গড়াই নদীতে বাড়ছে পানি, ভাঙন অব্যাহত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৮ জুন, ২০২০
  • ১০৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(কুষ্টিয়া)প্রতিনিধি: পানি বাড়তে শুরু করেছে কুষ্টিয়ায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট ও তার শাখা গড়াই নদীতে। তবে এখনও বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বাড়ার কারণে ভাঙন দেখা দিয়েছে জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহের কোমরকান্দি এলাকায়।

রোববার (২৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু।

তিনি জানান, ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে দেশের নদ-নদীর পানি বাড়ছে। সেই সঙ্গে কয়েকদিন থেকেই কুষ্টিয়ায় পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ও শাখা নদী গড়াইয়েও পানিতে বাড়ছে।

রোববার সকাল ৬টার দিকে পদ্মার ওই হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের মাত্রা ছিল ১০ দশমিক ৮৯ সেন্টিমিটার। শনিবার (২৭ জুন) একই পয়েন্টে পানি প্রবাহের মাত্রা যা ছিল ১০ দশমিক ২৯ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় পানি প্রবাহ বেড়েছে শূন্য দশমিক ৬০ সেন্টিমিটার। পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের বিপৎসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার।

অপরদিকে, রোববার সকাল ৬টার দিকে পদ্মা নদীর শাখা গড়াই নদীতে পানি প্রবাহের মাত্রা ছিল ০৯ দশমিক ৫৭ সেন্টিমিটার। শনিবার যা ছিল ০৯ দশমিক ২৩ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় পানি প্রবাহ বেড়েছে শূন্য দশমিক ৩৪ সেন্টিমিটার। গড়াই নদীতে পানি প্রবাহের বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার।

পীযুষ কৃষ্ণ কুন্ডু আরও জানান, পদ্মা ও গড়াই নদীতে পানি বাড়ার কারণে মিরপুরের উপজেলার তালবাড়ীয়া এবং কুমারখালী উপজেলার শিলাইদহের কোমরকান্দি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তবে পদ্মা ও গড়াই নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

শিলাইদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক বলেন, বর্ষায় নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে কোমরকান্দি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কুঠিবাড়ী সংলগ্ন নদীর প্রধান দেড় কিলোমিটার কোমরকান্দির অংশে কোনো বাঁধ নির্মাণ না হওয়ায় এ ভাঙন দেখা দিয়েছে। চলমান ভাঙন কোনোভাবে প্রতিরোধ না করা গেলে কুঠিবাড়ীসহ আশেপাশের ছয়টি গ্রামের হাজার হাজার বিঘা কৃষি জমি, ঘরবাড়িসহ সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

তালবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, নদীতে পানি বাড়ার কারণে তালবাড়ীয়ার বাঁধের পাশে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যেই বেশ কিছু কৃষি জমি নদীগর্ভে ভাঙনের কবলে পড়েছে।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com