বাংলা৭১নিউজ,(গোপালগঞ্জ)প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
আয়নাল হোসেন শেখ তার সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ কোটালীপাড়াবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কোটালীপাড়ার নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ে। আয়নাল হোসেন শেখ কর্মহীন হয়ে পড়া এসব মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এ ছাড়া কোটালীপাড়ার বিভিন্ন স্থানে জীবণুনাশক স্প্রে করা, জনগণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ নানা ধরনের সচেতনতামূলক কাজ করেন।
অন্যদিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্যসামগ্রী উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বিতরণ করেন।
গত কয়েক দিন ধরে আয়নাল শেখ শরীরে সামান্য জ্বর অনুভাব করলে গত মঙ্গলবার তার নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়।
বুধরার সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বর্তমানে তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। এ ছাড়া তিনি শারীরিকভাবে সুস্থ আসেন।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল বলেন, করোনার শুরু থেকেই আয়নাল হোসেন শেখ বিরামহীনভাবে জনগণের জন্য কাজ করেছেন। আমরা এই ক্রান্তিকালের যোদ্ধার সুস্থতা কামনা করছি।
বাংলা৭১নিউজ/এমকে