বাংলা৭১নিউজ,ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ালো।পাঁচ মাস সময় নিলো কোভিড-১৯ রোগ ৫০ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গত ২৪ ঘণ্টায় যে রিপোর্ট পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে প্রায় ১ লাখ ৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এই সময়ের মধ্যে, এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণ।
জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫০ লাখের বেশি মানুষ।তাদের মধ্যে ৩ লক্ষ ২৮ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বের মোট ১৮৮টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৯৩ হাজারের বেশি মানুষ।যুক্তরাজ্যে প্রায় ৩৬ হাজার মানুষ মারা গেছেন।ব্রাজিল এখন শনাক্তের সংখ্যার দিক থেকে তিন নম্বরে উঠে এসেছে।দেশটিতে শনাক্তের সংখ্যা তিন লাখের কাছাকাছি।যুক্তরাষ্ট্রে সাড়ে ১৫ লাখ এবং রাশিয়ায় প্রায় ৩ লাখ ১০ হাজার শনাক্ত।
বিশ্বব্যাপী সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখের বেশি কোভিড-১৯ রোগী।
ভারতে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস রোগীর সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে – এখন সেখানে মোট রোগীর সংখ্যা ১ লাখ ১২ হাজারের বেশি।মোট শনাক্ত রোগীর সংখ্যায় ভারত চীনকে ছাপিয়ে গিয়েছিল আগেই, এখন গোটা এশিয়াতে ভারতের অবস্থান একমাত্র ইরানের পরেই।ইরানে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষ।এই দেশগুলোর মধ্যে মৃতের হার সবার ওপরে বেলজিয়ামে, দেশটিতে মোট আক্রান্তের ১৬.৩% মানুষ মারা গেছেন।
এরপরই আছে ফ্রান্স, যেখানে মৃতের হার ১৫.৫%।ইতালি ও যুক্তরাজ্যে প্রতি ১০০ জন শনাক্তের বিপরীতে মারা গেছেন ১৪.২ শতাংশ।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: বিবিসি অনলাইন