বাংলা৭১নিউজ,ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়িতে অবৈধ পাথরের কোয়ারিতে কাজ করার সময় দুর্ঘটনায় এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. জোবায়ের (৩৮)। তিনি পাথর চাপায় নিহত হন। এ সময় আরও একজন আহত হন।
গণমাধ্যমকে এ ঘটনা নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম।
রোয়াংছড়ির ব্যঙছড়ি সড়কের তুলাঝিরি এলাকা থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন করা হচ্ছিল। অবৈধভাবে পাহাড়ের পানির উৎসস্থল ছড়া-ঝিরি থেকে উত্তোলন করা পাথর ট্রাকে করে ব্যাঙছড়ি এলাকায় মজুদ করার সময় ট্রাকের বোঝাই করা পাথর চাপায় জোবায়েরের মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এফআর