বাংলা৭১নিউজ,ডেস্ক: পুরো ইউরোপজুড়েই করোনাভাইরাস আতংক বিরাজমান । ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইতালিতে ব্যাপক আকার ধারণ করেছে করোনাভাইরাস । প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রবাসীরা বিপাকে পড়েছেন।
ইতালীর প্রধানমন্ত্রী জোসেপ্পে কস্তে গতকাল এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার হতে ফার্মেসি, খাবারের দোকান ও কিছু পণ্য পরিবহন গাড়ি ছাড়া সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, নাইটক্লাব ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। রেড জোন এলাকাগুলোতে যানবাহন চলাচল ও জনসাধারণের চলাফেরার সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন।
শুধু তাই নয়, জরুরি কারণ ছাড়া বাসার বাইরে না যেতে ও বয়স্কদের বাসায় থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এমনকি কেউ কারো বাসায় যেতে পারবেনা।
গণপরিবহনে যাতায়াতে সবাইকে দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে। চালকের পেছন হতে প্রথম চার সিটে ব্যারিকেড দেয়া হয়েছে।
এদিকে রোম শহরে একজন ও ভেনিসে দুজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
ইতালির বিভিন্ন শহর হতে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল করা হয়েছে। সবার মাঝে আতংক বিরাজ করছে। মার্কেটগুলোতে খাদ্য সামগ্রী কেনাকাটায় ব্যাপক ভিড় হয়েছে।
গতকাল এমিরেটসের শেষ ফ্লাইটটি ভেনিস এয়ারপোর্ট থেকে ৩ টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এরপর কবে নাগাদ ফ্লাইট চালু হবে তা জানা যায়নি। তবে বাংলাদেশে যাওয়ার সময় ভেনিস এয়ারপোর্টে ২ জন বাংলাদেশি যাত্রীর গায়ে জ্বর থাকায় তাদের আটকে দেয়া হয়।
বাংলা৭১নিউজ/জেআই