বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসুফ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউসুফ উখিয়ার কুতুপালং মধুরছড়া ক্যাম্প-৩ এর বাসিন্দা শামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, দুই বছর আগে ইউসুফ মালয়েশিয়া থেকে ক্যাম্পে এসে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। ৭ মাস আগে তাকে একদল রোহিঙ্গা সন্ত্রাসীরা তুলে নিয়ে মুক্তিপণ আদায় করে। বিষয়টি মধুরছড়া ক্যাম্পের পুলিশও অবগত আছে বলে জানায় ইউসুফের পরিবার। পরিবারের দাবি, ওই সন্ত্রাসীরাই তাকে খুন করেছে।
মধুরছড়া-৩ নং ক্যাম্পে রোহিঙ্গা হাকিম (৩৫) জানান, কয়েকদিন ধরে অজানা আতঙ্কে মধুরছড়া পুলিশ ক্যাম্পের উত্তর পাশে মৌলভী ছলিমের বাড়িতে ৩-৪ দিন ধরে আশ্রয় নিয়েছিল মোহাম্মদ ইউসুফ। হঠাৎ দুই দিন আগে মুখোশপরা ৪ জন লোক মঙ্গলবার রাতে মৌলভী ছলিমের বাড়িতে এসে ইউসুফকে হুমকি দিয়ে যায়। বুধবার দুপুর ২টার দিকে ইউসুফ তার নিজ বাড়িতে ভাত খেতে যাওয়ার জন্য বের হলে দোকান থেকে ৫-৬ জন সন্ত্রাসী বের হয়ে ইউসুফের উপর হামলা করে। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান ইউসুফ।
পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ব্লকের লোকজন এগিয়ে এসে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মরজু বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে