বাংলা৭১নিউজ,ঢাকা ইদানিং লক্ষ্যকরা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে ভূয়া আইডি খোলা হচ্ছে। এ ধরনের আইডি খোলার বিষয়ে বাণিজ্যমন্ত্রী মহোদয়ের কোন অনুমোদন নেই।
আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।
বিজ্ঞপ্ততে বাণিজ্যমন্ত্রী মহোদয়ের নামে আইডি খোলা ও প্রচারনা চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।
একই সাথে, যারা ইতোমধ্যে আইডি খুলেছেন তাদের অবিলম্বে নিজ দায়িত্বে তা প্রত্যাহার করার জন্য নির্দেশক্রমে বিশেষ ভাবে অনুরোধ করা হলো। অন্যথায় আইসিটি আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা৭১নিউজ,ঢাকা/সূত্র: প্রেস বিজ্ঞপ্তি