বাংলা৭১নিউজ,(মেহেরপুর)প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে আফরোজা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহিষাখোলা গ্রামের চাঁদ আলীর পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের হাউস আলীর মেয়ে ও পীরতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, স্বামী মালয়েশিয়া থাকার কারণে আফরোজা খাতুন বাবার বাড়িতে বসবাস করতেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় একই পাড়ায় এক ভাইয়ের বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাবার বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার খোঁজ পায়নি।
তারা আরও জানান, এলাকার কৃষকরা আজ (মঙ্গলবার) সকালে গ্রামের চাঁদ আলীর পুকুর পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গৃহবধূ আফরোজা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।
বাংলা৭১নিউজ/আরএ