বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ঈদের তিন সিনেমা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ২১০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঈদ উল আযহা উপলক্ষে কোন কোন সিনেমা মুক্তি পাবে তা নিয়ে সিনেমা পাড়ায় গুঞ্জন চলছে। তবে গুঞ্জনের পাল্লা ভারী তিন সিনেমার। এগুলো হলো ‘সুলতানা বিবি আনা’, ‘প্রেম কী বুঝিনি’ এবং ‘শুটার’। এই তিন সিনেমার প্রযোজনা সংস্থাগুলো সিনেমা মুক্তির ব্যাপারে আশাবাদী। তারা জানিয়েছে আসছে ঈদে এসব সিনেমা মুক্তির জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঈদে মুক্তি পাচ্ছে বাপ্পী চৌধুরী ও আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কণর্ধার আরশাদ আদনান।

তিনি বলেন, ‘আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে আমরা ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি মুক্তি দিচ্ছি। একটু সময় নিয়ে একটি ভালো গল্প নিয়ে দেশের মানুষের কথা ভেবে এবং দেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে- এই কথা চিন্তা করেই আমরা ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি র্নিমাণ করেছি। কাজেই প্রতিযোগিতা মোটেই বোধ করছি না। কারণ আমি সাধারণ মানুষের জন্য সিনেমা র্নিমাণ করেছি।’

আদনান দাবি করেন, ‘কাউকে দেখানোর জন্য বাইরের দেশের সংস্কৃতিকে কপি করে এবং সেই দেশের অন্য ভাষার সিনেমা কপি করে আমি সিনেমা বানাই না। এরকম তথাকথিত ‘সিনেমা’ বানিয়ে মানুষকে ধো্ঁকা দেওয়ার কাজ প্রযোজনা সংস্থা থেকে অতীতে হয়নি, ভবিষ্যতেও হবে না। এবারের সিনেমাতেও সেটা হবে না।’

সুলতানা বিবিয়ানা সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। গল্পটি পুরোপুরি মৌলিক বলেই দাবি করলেন আদনান।

সিনেমায় অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান প্রমুখ।

সবকিছু ঠিকঠাক মত চললে এবং সকলে সহযোগিতা পেলে ৭০টির বেশি প্রেক্ষাগৃহে ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া নিশ্চিত করেছে।

অন্যদিকে ঈদুল আযহা উপলক্ষে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা ‘প্রেম কি বুঝিনি’। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ-এর এই ছবিতে অভিনয় করেছেন টালিগঞ্জের দুই তারকা শুভশ্রী ও ওম।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘এবারের ঈদে জাজ মাল্টিমিডিয়া থেকে আমরা শুধুমাত্র একটি সিনেমাই মুক্তি দিচ্ছি। আর তা হলো ‘প্রেম কি বুঝিনি। তবে সম্ভবত ঈদের আগেই জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার শুটিং শেষ হয়ে যাবে। কিন্তু তারপরেও এবারের ঈদে ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি মুক্তির দেওয়ার কোন ধরনের পরিকল্পনা আমাদের নেই।’

আসছে ঈদে শাকিব ও নবাগতা বুবলি অভিনীত ‘শুটার’ সিনেমা মুক্তি পাবার কথা রয়েছে। রাজু চৌধুরী সিনেমাটি পরিচালনা করেছেন।। সিনেমাটির প্রযোজক মো. ইকবাল বলেন, আমরা এবারের ঈদে দেশ জুড়ে শুটার মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়েছি। সব কিছু ঠিকঠাক থাকলে দর্শকরা এবারের ঈদে শুটার দেখতে পাবেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com