শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সংগ্রাম অফিস ভাঙচুর, গেটে তালা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ১৪১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে জামায়াতে ইসলামের পরিচালিত পত্রিকা দৈনিক সংগ্রাম। এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় পত্রিকাটির অফিসে ভাঙচুর চালানো হয়। মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা এ ভাঙচুর চালায় বলে জানা যায়। পরে তারা পত্রিকার প্রধান গেটে তালা লাগিয়ে দেন।

কাদের মোল্লাকে ‘শহীদ’আখ্যা দিয়ে দৈনিক সংগ্রামে প্রকাশিত সংবাদটি।

জানা যায়, সন্ধ্যার পরে স্লোগান দিয়ে বড় মগবাজারের সংগ্রাম অফিসে যায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। তারা অফিসের চেয়ার, টেবিল, দরজা, জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এরপর পত্রিকাটির সম্পাদক আবুল আসাদের রুমেও ভাঙচুর চালায় তারা। এ সময় সম্পাদক অবরুদ্ধ হয়ে যায়। তাকে হাতিরঝিল থানা পুলিশ এসে হেফাজতে নেয়।

সংগ্রাম অফিস ভাঙচুর, গেটে তালা
সংগ্রাম অফিস ভাঙচুর, গেটে তালা।
মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ বলেন, ‘আমরা অফিসের ভেতরে জামায়াত ও শিবির পরিচালনার নানা কাগজ পেয়েছি। এসব দেখে নিয়মতান্ত্রিকভাবে পত্রিকার সম্পাদককে আমরা পুলিশে দিয়েছি।’
সংগ্রামে কর্মরত সাংবাদিকরা জানান, প্রথমে তারা বাইরে বিক্ষোভ করে। একপর্যায়ে জোর করে অফিসের ভেতরে ঢুকে পড়েন। কক্ষগুলোতে ভাঙচুর চালায়। এরপর সম্পাদককে তার রুমের বাইরে এনে টিভি সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়। তখন তিনি ‘শহীদ’ শব্দটি ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান।
সংগ্রাম অফিস ভাঙচুর, গেটে তালা
সংগ্রাম অফিস ভাঙচুর, গেটে তালা।
মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,‘স্বাধীনতাবিরোধী জামায়াত শিবিরের মুখপাত্র দৈনিক সংগ্রাম কুখ্যাত যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে প্রথম পাতায় সংবাদ পরিবেশন করেছে। মুক্তিযুদ্ধ মঞ্চ এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত রাজাকার কাদের মোল্লার পক্ষে অবস্থান নেওয়ার অপরাধে সম্পাদক আবুল আসাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অফিস ভাঙচুর চালানোর পরে বাইরে এসে পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ। 

বাংলা৭১নিউজ/এবি

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com