বাংলা৭১নিউজ, ঢাকা: আগামী ২৮ জুলাই দিল্লিতে অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।
ওই বৈঠকে যোগ দিতে আগামী ২৭ জুলাই ভারত যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জানাগেছে, গুলশানের হোটেল আর্টিজান ও শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলার প্রেক্ষাপটে দিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন প্রসঙ্গ।
এছাড়া, আন্তসীমান্ত জঙ্গি ও সন্ত্রাসীদের রুখতে বাংলাদেশ ও ভারত সহযোগিতা জোরদারের নতুন উপায় নিয়ে কথা বলবে। পাশাপাশি বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু নির্যাতন বেড়ে যাওয়া, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধের মতো বিষয়গুলোও আলোচনায় প্রাধান্য পাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আসাদুজ্জামান খান কামালের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস