বাংলা৭১নিউজ,ঢাকা: বৃহত্তর চারটি ব্যাংক চাইলেই দেশের ব্যাংক খাতেক বেগবান রাখতে পারে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (২৫ আগস্ট) রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও সিইওি/ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনার শুরুতে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চারটি ব্যাংককে আমন্ত্রণ জানিয়েছি। তারা অনেক বড়। আমাদের বৃহত্তর চারটি ব্যাংক তারা। তাদের যে এক্সারসাইজ, তাদের যে অবস্থান ব্যাংক খাতে; এই চারটি ব্যাংক চাইলেই সার্বিকভাবে আমাদের ব্যাংক খাতকে বেগবান রাখতে পারে।’
মুস্তফা কামাল বলেন, ‘আমরা আলোচনায় সুনির্দিষ্টভাবে কিছু রাখিনি। আজ আমরা একে অপরকে জানব, তাদের জন্য আমাদের শুভ কামনা থাকবে সবসময়। তারা আমাদেরকে একটি কর্মপরিকল্পনা দেবেন, কীভাবে এই ব্যাংক খাতকে আরও শক্তিশালী করা যায়। আরও বেগবান করবেন। এ বিষয়ে আজকে তারা আমাদেরকে অবহিত করবেন। এ জন্য আজকে আমরা এখানে বসেছি।’
এ সময় নিমন্ত্রিত ব্যাংকের চেয়ারম্যান ও সিইওি/ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এমএস