মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ল সেতু

ফরিদপুর প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩৫ বার পড়া হয়েছে

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে সেতু। সেতু ভেঙে পড়ার পেছনে নির্মাণকাজে নিম্নমানের পণ্যের ব্যবহার ও দায়িত্বে অবহেলাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে নির্মাণাধীন এ সেতুটি পরিদর্শন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। সরেজমিনে পরিদর্শন, প্রকৌশলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অনিয়মের সত্যতা পায় দুদক।

মঙ্গলবার (২৫ জুলাই) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, নির্মাণাধীন সেতু ধসে পড়া ও  কাজে অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরিদপুরের দুদক অফিস থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টিম এলজিইডি, ভাঙ্গা উপজেলা প্রকৌশলীর কাছ থেকে কাউলীবেড়া ইউনিয়নের বৈঠাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের বিষয়ে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও  স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায়।

দুদক আরও জানায়, পরিদর্শনকালে দেখা যায় ব্রিজটির গার্ডার ও কলাম নির্মাণ করা হলেও স্ল্যাব বসানো হয়নি ও এপ্রোচ রোড নির্মাণ করা হয়নি।

স্থানীয়দের ভাষ্য মতে, পাটাতনের নিচে বাঁশের খুঁটি দ্বারা সেন্টারিংয়ের কাজ ভালোভাবে করা হয়নি বলে হঠাৎ পানির চাপে বাঁশের সেন্টারিং ভেঙে পড়ে যায়।

dhakapost

উপজেলা প্রকৌশলী দুদককে জানান, কাজটি এখনো চলমান আছে এবং চুক্তিপত্রে ২৯/০৬/২০২৩ এর মধ্যে কাজ সম্পন্ন  হওয়ার কথা থাকলেও যথা সময়ে কাজ সম্পন্ন হয়নি বলে নতুন করে সময় বৃদ্ধি করা হবে। অভিযান পরিচালনাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের কেউ উপস্থিত ছিলেন না। এনফোর্সমেন্ট টিম ব্রিজটির কাজ যথাযথভাবে সম্পন্নকরণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ মাস আগে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে বৈঠাখালি খালের ওপর ২ কোটি ২৫ লাখ টাকার টেন্ডারমূলে ২৪ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশন। এক সপ্তাহের মধ্যে ঢালাই দেওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেতুটি ধসে পড়ে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com