পশ্চিম অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতের কাছে অগভীর পানিতে এক অক্টোপাসের হাতে মার খেয়েছেন ল্যান্স কার্লসন নামের এক ভূতাত্ত্বিক। এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, অক্টোপাসটি রীতিমতো রেগে গিয়ে ল্যান্সের বাহু, ঘাড় ও পিঠে শুঁড় দিয়ে আঘাত করছে। শুক্রবার (২ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
কার্লসেন বলেছেন, তিনি পরিবারসহ সৈকতের পাশে এক রিসোর্টে গিয়েছিলেন। সমুদ্রে নেমে সীগালের লেজের মতো কিছু একটা দেখেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে তিনি কাছে এগিয়ে যান। এসময় ল্যান্সের সাথে থাকা তার দুই বছরের শিশুকন্যা ভিডিও করছিলো।
জানা গেছে, তারা একদম কাছে যাওয়ার পরই বুঝতে পারেন এটি আসলে অক্টোপাস। এটি হঠাৎ করে চাবুকের মতো নিজের শুঁড় দিয়ে কার্লসেনকে আঘাত করে। কার্লসেন বলেন, অক্টোপাসটি হঠাৎ করে কশাঘাত করে। এটি আমাদের একদম চমকে দেয়।
পরবর্তীতে তিনি আবার একা পানিতে নামেন এবং ফের অক্টোপাসটির মুখোমুখি পড়েন। প্রাণিটি রেগে গিয়ে আবার কার্লসেনকে আঘাত করে। তিনি বলেন, আমার গগলস হঠাৎ কুয়াশাচ্ছন্ন হয়ে উঠল, জল হঠাৎ ঝাপসা হয়ে গেল। আমি হতবাক এবং বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।
বাংলা৭১নিউজ/এমকে