বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

৮ সম্পাদক পেলেন লিটল ম্যাগাজিন সম্মাননা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশে বিভিন্ন সময়ে প্রকাশিত ছোটকাগজ নিয়ে প্রদর্শনীসহ গুরুত্বপূর্ণ ছোটকাগজকে সম্মাননা জানানোর জন্য ‘লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা-২০২২’ আয়োজন করেছে।

এ উপলক্ষে ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে লিটল ম্যাগাজিন সম্মননা প্রদান ও সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এ বছর ৮ সম্পাদককে লিটল ম্যাগাজিন সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: শহীদ ইকবাল সম্পাদিত ‘চিহ্ন’; আবদুল মান্নান স্বপন সম্পাদিত ‘ধমনি’; এজাজ ইউসুফী সম্পাদিত ‘লিরিক’; মিজানুর রহমান নাসিম সম্পাদিত ‘মননরেখা’ এবং ওবায়েদ আকাশ সম্পাদিত ‘শালুক’।

jagonews24

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে ৩টি লিটল ম্যাগাজিনকে সম্মাননার জন্য নির্বাচন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি রাজশাহী থেকে প্রকাশিত আসাদ সরকার সম্পাদিত ‘মহাকালগড়’; জেলা শিল্পকলা একাডেমি সিলেট থেকে প্রকাশিত অসিত বরণ দাশ গুপ্ত সম্পাদিত ‘সুরমাকপোত’ এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘আরণ্যক’।

লিটল ম্যাগাজিন নির্বাচনের দায়িত্ব পালন করেছেন লেখক-গবেষক মফিদুল হক, অনুবাদক ও সাহিত্যিক অধ্যাপক আবদুস সেলিম, কবি ও অধ্যাপক খালেদ হোসাইন।

সম্মাননা হিসেবে কেন্দ্রীয় ৫টি লিটল ম্যাগ সম্পাদককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচিত ৩টি লিটল ম্যাগাজিন সম্পাদককে পাঁচিশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

jagonews24

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও কথাশিল্পী সৈকত হাবিব। আলোচক ছিলেন আমিনুর রহমান সুলতান ও অনিকেত শামীম।

কবি সৌম্য সালেকের সঞ্চালনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে ও শেষে একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় ‘শুভেচ্ছা ভালোবাসা’ ও ‘সহজ মানুষ’ অনুষ্ঠিত হয়। লিটল ম্যাগাজিনের ৮ শতাধিক সংখ্যা নিয়ে ১-৭ ফেব্রুয়ারি জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com