শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

৮৫ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসছে ডিএসই

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে

দেশে সুনামের সঙ্গে ব্যবসা করা ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনার লক্ষ্যে ৮৫ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ডিএসইর চেয়ারম্যান ইউনুছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে সুনামের সঙ্গে ব্যবসা করা অনেক বড় কোম্পানি পুঁজিবাজারের বাইরে রয়েছে।পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে কর সুবিধা পাওয়ার পরও এসব কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না।

কেন কোম্পানিগুলো পুঁজিবাজারে আসছে না তা জানার লক্ষ্যেই মূলত দেশের পক্ষ থেকে ৮৫ শিল্পগোষ্ঠীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছে ডিএসই। এর আগে কখনো ডিএসইর পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়নি।

জানা গেছে, বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রুপ, সিটি গ্রুপ, টি কে গ্রুপ, পারটেক্স গ্রুপ, ট্রান্সকম গ্রুপ, ইনসেপটা, ডিবিএল গ্রুপ, আনোয়ার গ্রুপ, নাসা গ্রুপ, উত্তরা গ্রুপ, ওরিয়ন গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে ডিএসইর চেয়ারম্যান ইউনুছুর রহমান  বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা সাড়ে তিনশ’র বেশি না। বাংলাদেশে অনেক কোম্পানি আছে, ভালো ব্যবসা করছে। বাজারে তাদের সুনাম আছে। দেশের অর্থনীতিতে তারা অবদান রাখছেন কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছেন না। এটার পিছনের কারণটা কি এটা আমরা একটু বুঝতে চাই।

তিনি বলেন, আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাই কি কি প্রতিবন্ধকতার জন্য, কি কি সমস্যার জন্য তালিকাভুক্ত হতে চাচ্ছেন না।

তিনি আরও বলেন, যারা তালিকাভুক্ত তাদের করপোরেট ট্যাক্স হার কম। সুতরাং কর কম দিতে হয়। অন্যান্য আরও সুযোগ-সুবিধা আছে। তারপরও তারা পুঁজিবাজারে আসছেন না। আমরা তাদের তালিকাভুক্তির ক্ষেত্রে উৎসাহিত করতে চাই। তারা তালিকাভুক্ত হলে আমাদের বাজারের ভাবমূর্তি আরও বাড়বে, বাজারের গভীরতা বাড়বে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com