বাংলা৭১নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট স্কুলের চার শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত- এমন গুজব ছড়ানোর দায়ে কামরুল হাসান রুমি (৩৯) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কামরুল হাসান রুমি মিরসরাই উপজেলার মহাজনহাট এলাকার আবুল বশরের ছেলে। তিনি হালিশহর জি ব্লকের বাসিন্দা। তিনি রেস্টুরেন্ট ব্যবসায়ী ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের মালিক বলে জানিয়েছে র্যাব।
র্যাবের গণসংযোগ কর্মকর্তা এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, ‘করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নগরীর কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে কামরুল হাসানকে আটক করা হয়। তাকে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট স্কুলের চার শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন গুজব ছড়াচ্ছিলেন, যা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।’
বাংলা৭১নিউজ/আর এইচ