বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থপাচারে সন্দেহভাজন তৈরি পোশাক কারখানা মালিকদের তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং কয়েকটি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩১ জানুয়ারি) কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদক সূত্রে জানা গেছে, পণ্য রপ্তানি করে ১৭৫ কোটি টাকা শুল্ক কর ফাঁকি দিয়েছে আল মুসলিম গ্রুপ। শুল্ক মূল্যায়ন গত একবছরে ১৮ বার চিঠি দিলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। এবার আল মুসলিম গ্রুপের বিষয়ে নথি ও ব্যাংক তথ্য চেয়ে এনবিআর ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি দেয় দুদক।
পণ্য রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা দেশে আসার কথা। অথচ ২০১৫ সালে ৫৭ হাজার গজ কাপড় আমদানি করে ১১ কোটি ৯৫ লাখ টাকা শুল্ক কর ফাঁকি দেয় আল মুসলিম গ্রুপ।
এনবিআরএরের তথ্য বলছে, ২০১৫-১৬ অর্থ বছরে প্রায় ২ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রপ্তানি করে প্রতিষ্ঠানটি। টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রায় ১৭৫ কোটি ৫০ লাখ টাকা। ১৪৪১ টি শিপিং বিলের বিপরীতে এ মুদ্রা দেশে আসার কথা থাকলেও তা হয়নি।
এছাড়া বন্ড কেলেঙ্কারির অভিযোগ থাকায় ঝুঁকিপূর্ণ বন্ডের প্রতিষ্ঠান হিসেবে তালিকাভূক্ত করা হয় এটি। এসব অভিযোগে গত একবছরে ১৮ বার চিঠি দিলেও টনক নড়েনি আল মুসলিম গ্রুপের। শেষ পর্যন্ত অনুসন্ধানের অংশ হিসেবে রোববার (৩১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির নথি ও ব্যাংক তথ্য চেয়ে এনবিআর ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে দুদক।
বাংলা৭১নিউজ/এমএস