সোমবার (৪ নভেম্বর) দুপুরে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে ‘ছাত্র-জনতার ফাঁসির মঞ্চ’ করে তাদের প্রতীকী ফাঁসি দেওয়া হয়। টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার উপস্থিতিতে প্রতিকী ফাঁসি কার্যকর করা হয়।
ফাঁসি কার্যকর করার পূর্বে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ পা হারিয়েছে, হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে।