রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

হামলাকারীদের বিচার দাবি ঢাবি শিক্ষার্থীদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ১৬০ বার পড়া হয়েছে
ছবি: সঃংগৃহীত

বাংলা৭১নিউজ, ঢাকা: কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাথীরা।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থী’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা এ দাবি জানান।

শনিবার (৩০জুন) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলেনের প্রাক্কালে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। সেসময় কোটা আন্দোলনকারীদের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র নুরুল হক নূরকে বেদম মারধর করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকসহ আরও অন্তত ৭জন আহন হন।

এর একদিন পর সোমবার (০২জুলাই) আবারো কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার শিকার হন আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশ কয়েকজন। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।

মানববন্ধনে আন্দোলনকারীরা ‘ক্যাম্পাসে নিরাপত্তা দে নইলে পদ ছেড়ে দে’ ‘ছাত্রলীগের সন্ত্রাস থেকে শিক্ষা বাঁচাও’, ‘আন্দোলনে ছাত্রলীগের হামলার বিচার চাই’, ‘আন্দোলনের সাথে প্রহসন বন্ধ কর, যৌক্তিক সংস্কার কর’ ইত্যাদি ফেস্টুন প্রদর্শন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার সঙ্কট দেখা দিয়েছে। শিক্ষার্থদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের উচিত তাদের দায়িত্ব ছেড়ে দেয়া।

দুইদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনার পরও ঢাবি প্রশাসন চুপ ছিল উল্লেখ করে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জাকারিয়া অনিমেষ বলেন, ‘তারা কোনও পদক্ষেপ নেয়নি।প্রশাসন নৈতিকভাবে যে জায়গায় আছে সেখানে তাদের চুপ করে থাকার অধিকার নেই।

তিনি বলেন, ‘প্রক্টর বলেছেন কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নিব। অথচ ছাত্রলীগের হামলার গোপনে হয়নি। সবাই দেখেছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন। কাউকে গুম করা হয়েছে। কারা অভিযোগ করবে? এগুলো প্রশাসন দেখে না?’

সালমান ফারসি নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘গত ১০ বছরে ছাত্রলীগের কেউ আহত হয়নি। তারা অন্যদের মারধর করে আহত করছেন। এতে তাদের কোনও বিচার করে না প্রশাসন।’

উম্মে হাবিবা বেনজির বলেন, ‘গত দুইদিন ক্যাম্পাস খুলতে না খুলতেই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।’ তিনি ছাত্রলীগের কর্মকাণ্ডকে আইয়ুব খানের এন এস এফকে ছড়িয়েছে বলে অভিযোগ করেন।

তিনি প্রক্টরের বক্তব্য উল্লেখ করে বলেন, ‘প্রক্টর শনিবারের ঘটনায় বলেছেন ক্যাম্পাস ছুটি ছিল। তিনি কিছু জানতেন না। তার কাছে কোনও কেউ অভিযোগ করেনি। অথচ প্রক্টরের দায়িত্ব ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা। ক্যাম্পাস ছুটি কিনা এ কথা বলার কোনও সুযোগ তার নেই। তিনি দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করুক।  সৌজন্যে: ঢাকাটাইমস।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com