রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

হাইকোর্টের রায়ে উদ্বিগ্ন যুক্তরাজ্য প্রবাসীরা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪৭ বার পড়া হয়েছে

এনআইডি বা জাতীয় পরিচয়পত্র ছাড়া মামলা করা যাবেনা হাইকোর্টের এমন একটি সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা।

১৪ জুন সোমবার, হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন, থানায় বা আদালতে এখন থেকে মামলা বা অভিযোগ করতে গেলে বাদী বা অভিযোগকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করতে হবে। প্রয়োজনে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে।
এমন সংবাদ প্রকাশের পর যুক্তরাজ্য প্রবাসীরা চিন্তায় পড়েছেন।

বাংলাদেশের বাস্তবতায় এই রুল জারি হলে এমন সিদ্ধান্তে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ১ কোটি ৬০ লাখের বেশী প্রবাসী বাংলাদেশীদের সম্পত্তি রক্ষাসহ নানা আইনী সহায়তায় জটিলতা বাড়বে।

যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশী নাগরিকদের বেশীরভাগই দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের নাগরিকও। তবে বেশীরভাগ প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নেই। সাধারণত ব্রিটিশ পাসপোর্টে বাংলাদেশে ভ্রমনের ক্ষেত্রে নো ভিসা সিল বা নো ভিসা স্টিকারই দ্বৈত নাগরিকত্বের প্রমান হিসাবে বিবেচিত হয়।

ব্রিটিশ বাংলাদেশীদের অনেকেই বাংলাদেশে পৈত্রিকসূত্রে জমি বা বাসা বাড়ীর মালিক। অনেকে নিজেও বাংলাদেশে জমিজমা, বাসা বাড়ি করে থাকেন। সেই সাথে অনেকে বাংলাদেশে গিয়ে নানা ধরনের ব্যবসা বানিজ্যও করে থাকেন। অনেকের বাংলাদেশে আত্নীয় স্বজনের সাথে জমিজমা নিয়ে মামলা চলছে।

হাইকোর্টের এই সিদ্ধান্ত প্রবাসীদের বাংলাদেশে দেশে মামলা করার অধিকার হারাবেন, সেই সাথে নানা জটিলতায় পড়বেন।

মংগলবার যুক্তরাজ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে প্রবাসী বাংলাদেশীদের।

বুধবার এন আর বি লন্ডন নামের সংগঠনের ব্যানারে এক প্রতিকী মানব বন্ধনের আয়োজন করা হয়, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সংগঠনের আহবায়ক মানবাধিকার কর্মী ও সাংবাদিক আনসার আহামেদ উল্লার সভাপতিত্বে, আহাদ চৌধুরী বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক জামাল খান, লণ্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম, সাংবাদিক কামাল মেহেদী, আহাদ চৌধুরী বাবু, জুয়েল রাজ, হেফাজুল করীম রাকিব, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, রেজাউল করিম মৃধা, হাসনাত চৌধুরীসহ আরো অনেকে।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ভয়েস ফর জাষ্টিস ইউকে’র সাধারন সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী। মানববন্ধন থেকে বলা হয়েছে প্রবাসীদের দাবি দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে হাইকমিশনে একটি স্মারকলিপি দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে আনসার আহমদ উল্লাহ ও আহাদ চৌধুরী বাবু বলেন, যুক্তরাজ্য প্রবাসীদের দাবি জাতীয় পরিচয় পত্রের সাথে বাংলাদেশে অফিসিয়াল কাজে পাসপোর্ট অন্তর্ভূক্ত করার জন্য। এছাড়া প্রবাসীদের দীর্ঘদিনের দাবি জাতীয় পরিচয় পত্র দেওয়ার কার্যক্রম শুরু করার আহবান জানানো হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com