বাংলা৭১নিউজ,(ঝালকাঠি)প্রতিনিধি: আজ বুধবার সকাল ৭টার দিকে হঠাৎ ঘনকুয়াশার চাঁদরে ঢেকে যায় ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর। সকালে প্রাতঃ ভ্রমণে বের হওয়া ব্যক্তিরা এ দৃশ্য প্রত্যক্ষ করেন।
সকালে প্রাতঃ ভ্রমণে বের হওয়া স্কুল শিক্ষক আমিনুল ইসলাম পলাশ ও ব্যবসায়ী আনোয়ার পাশা নিপু বলেন, ‘আমরা পাইলট স্কুল মাঠের পাশের রাস্তায় হাঠছিলাম। চারদিকে সুন্দর পরিস্কার আবহাওয়া ছিল। ৭টার দিকে হঠাৎ পুরো এলাকা ঘনকুয়াশায় ঢেকে যায়। এ ঘটনায় আমরা খানিকটা চমকে গেছি।’
এ ব্যাপারে উপজেলা সদরের ডাকবাংলো মোড় এলাকার বাসিন্দা মো. জলিল মোল্ল্যা বলেন, ‘জীবনের ৫৫ বছর বয়সে চৈত্র মাসে কোনোদিন এমন ঘনকুয়াশা দেখিনি।
বাংলা৭১নিউজ/এফআর