বাংলা৭১নিউজ,ডেস্ক: বিগত কয়েক বছর ধরে গ্যালাক্সি সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ডিসপ্লে তৈরিতে বেশ মুন্সিয়ানা দেখিয়েছে স্যামসাং। সম্প্রতি, বাংলাদেশের বাজারে অবমুক্ত হওয়া গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির ডিসপ্লের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি তাদের জয়যাত্রা ধরে রেখেছে।
ইতিমধ্যে, ব্যবহারকারীদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে ডিভাইসটি। গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির ডিসপ্লের প্রশংসায় পঞ্চমুখ প্রযুক্তি বিশ্ব। ডিসপ্লে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিসপ্লেমেট গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির ডিসপ্লে’কে এ+ গ্রেড দিয়েছে।
ডিসপ্লেমেট জানায়, তারা স্যামসাংয়ের নতুন এস২০ আল্ট্রা ডিভাইসটির ডিসপ্লের খুঁটিনাটি মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে। যাচাই-বাচাই শেষে তারা দেখতে পায় বর্তমানে বাজারে বিদ্যমান থাকা অন্যান্য স্মার্টফোনের চেয়ে এর ডিসপ্লে অনেক উন্নতমানের।
এবং এর ডিসপ্লেকে তারা সর্বোচ্চ গ্রেড দেয়। তারা আরও জানায়, ডিভাইসটির ডিসপ্লে বিভিন্ন ক্যাটাগরিতে ১২টি রেকর্ড ভেঙে দেয়। এর মধ্যে রয়েছে, সর্বোচ্চ ব্রাইটনেস, সর্বোচ্চ কন্ট্রাস্ট রেশিও এবং সর্বনিম্ন স্ক্রিন রিফলেকট্যান্স। স্যামসাংয়ের নতুন ডিভাইসটির ডিসপ্লে গ্যালাক্সি এস১০ ডিভাইসের চেয়েও ১৪ শতাংশ উজ্জ্বল।
ফোনটির হাই ব্রাইটনেস মোড স্ক্রিনে ৮২৩ থেকে ১,৩৪২ নিটস উৎপাদনে সক্ষম। যা অন্যান্য ডিভাইসের চেয়ে ঢের এগিয়ে।
গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির ডিসপ্লেতে কনট্রাস্ট রেশিও অনেক আছে। প্রতিটি পিক্সেল সরিয়ে রেখে ব্ল্যাক পিক্সেল তৈরি করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা আরও গাঢ় কালো শেড পাবেন। এর ফলে, ডিসপ্লেটি শূন্য (০) লাক্স ব্রাইটনেসে পুরোপুরি কালোতে পরিণত হবে।
মিরর রিফ্লেকশনের ক্ষেত্রে ডিভাইসটির স্কোর ৫.৪। এ কারণে ডিভাইসটি দিয়ে কন্টেন্ট উপভোগের সময় নির্দিষ্ট লাইটে ব্যবহারকারীর নিজস্ব অবয়বে স্ক্রিনের ওপর পড়বে না।
গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির ডায়নামিক অ্যামোলেড ২এক্স প্যানেল এসআরজিবি ও ডিসিআই-পিথ্রি’র নির্ভুলতার ক্ষেত্রে নতুন রেকর্ড নির্ধারণ করেছে।
এটি নির্ভুল রং, কন্ট্রাস্ট ও তীব্রতার নির্ভুলতার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে। ডিসপ্লেমেটের তথ্য মতে, এখন পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি এস২০ আল্ট্রাই নির্ভুল রঙের ডিসপ্লে।
স্যামসাং গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসের নতুন সংযোজন ১২০ হার্টজ মোডের রিফ্রেশ রেটের প্যানেল। রিফ্রেশ রেট ছাড়াও এই ডিভাইসটির স্ক্রিন ফ্লিকার দূর করা সম্ভব হয়েছে।
একনজরে স্যামসাং গ্যালাক্সি এস২০ আল্ট্রা
সর্বোপরি বলা যায়, বর্তমানে সবচেয়ে উন্নত ডিসপ্লের ফোন স্যামসাং গ্যালাক্সি এস২০ আল্ট্রা। ডিসপ্লের প্রতিটি ক্ষেত্রেই ফোনটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এসেছে এবং এই বিশেষ বৈশিষ্ট্যগুলোই ফোনটির ডিসপ্লেকে শীর্ষস্থানে নিয়ে এসেছে। যা ডিসপ্লেমেট পরিসংখ্যানের মাধ্যমে উপস্থাপন করেছে।
বাংলা৭১নিউজ/এইচএম