রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে চরম ভোগান্তি হজযাত্রীদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বাসিন্দা আবদুল আহাদ বেসরকারি ব্যবস্থাপনার একজন হজযাত্রী। সোমবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর দোতলায় প্রশাসনিক ব্লকে আসেন স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দিতে। কর্তব্যরত চিকিৎসকরা শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র দেখা পর প্রেসার মাপেন। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদরোগ আছে কি না, কী ধরনের ওষুধ খাচ্ছেন ইত্যাদি জিজ্ঞাসা করার পর পাশের টিকা কেন্দ্রে পাঠান তাকে। সেখানে কর্তব্যরত নার্সরা সঙ্গে সঙ্গে তাকে টিকা দেন।

আবদুল আহাদ মনে মনে খুশিই হয়েছিলেন দ্রুতই অফিসে ফিরে যেতে পারবেন। কিন্তু টিকা দেয়ার পর স্বাস্থ্য সনদ নেয়ার জন্য কাগজপত্র জমা দেয়ার পর প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলে সনদ হাতে পাননি তিনি। মাঝে একবার কখন পাবেন জিজ্ঞাসা করতে গিয়ে ঝাড়ি খেয়েছেন। কর্তব্যরত ডাটা এন্ট্রি অপারেটর মুখ ভেংচি দিয়ে বলেছেন, আমি কি বসে আছি নাকি? সিরিয়াল এলে তো ডাকব।

দুপুর ১টায় এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আবদুল আহাদ বলেন, একটি মাত্র কম্পিউটারে কাজ চলছে। সিরিয়ালে অপেক্ষমাণ প্রায় ২০০ মানুষ। গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। সব তথ্য তো অনলাইনে আগেই দেয়া আছে, তাহলে এতো দেরি কেন?

শুধু আহাদ আলী একা নন, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে এসে তার মতো অসংখ্য হজযাত্রীকে স্বাস্থ্য সনদ পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

hajj

গতকাল (রোববার) থেকে ঢামেকসহ বিভিন্ন সরকারি ও জেলা সদর হাসপাতাল এবং সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথমদিন হজযাত্রীর সংখ্যা কম থাকলেও দ্বিতীয় দিন বেড়ে যায়। দুপুর পৌনে ১টা পর্যন্ত ঢামেক হাসপাতালে বিভিন্ন বয়সি দুই শতাধিক নারী ও পুরুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। স্বাস্থ্য পরীক্ষা করতে ও টিকা দিতে সময় বেশি না লাগলেও একটি মাত্র কম্পিউটারে একজন ডাটা এন্ট্রি অপারেটর কাজ করায় সময় বেশি লাগছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢামেকের একজন চিকিৎসক জানান, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়ার দ্বিতীয় দিনেই স্বাস্থ্য সনদ দিতে হিমশিম খেতে হচ্ছে। মাত্র একটি কম্পিউটারে একজন ডাটা অপারেটরের মাধ্যমে তথ্য-উপাত্ত লিখে দ্রুত স্বাস্থ্য সনদ দেয়া সম্ভব নয়।

আজ সরেজমিন ঢামেক হাসপাতাল ঘুরে দেখা গেছে, গতকালের তুলনায় আজ হজযাত্রীর সংখ্যা বেশি। হজযাত্রীরা মেডিকেল পরীক্ষার কাগজপত্র দেখিয়ে নাম এন্ট্রি করে সিরিয়াল অনুযায়ী চিকিৎসকের কাছে যাচ্ছেন।

সোহেল নামে এক কর্তব্যরত চিকিৎসক জানান, তারা মেডিকেল পরীক্ষার রিপোর্ট না দেখে কাউকে স্বাস্থ্য সনদ ও টিকা দিচ্ছেন না।

hajj

সিরিয়াল ভেঙে স্বাস্থ্য পরীক্ষা

হজযাত্রীদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে সিরিয়াল ভেঙে অনেককেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়ার পরপরই স্বাস্থ্য সনদ দেয়া হচ্ছে। তারা হজযাত্রীদের ভোগান্তি কমাতে একাধিক কম্পিউটারে স্বাস্থ্য সনদ তৈরি করে দ্রুত দেয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আবদুল গনির দাবি, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

বাংলা৭১নিউজ/এসআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com