বাংলা৭১নিউজ,ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তিতে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার সূচনা করেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়। এতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।
শোভাযাত্রা শেষে বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “আমরা সব বিষয়ে রোল মডেল খুঁজি। আমাদের রোল মডেল আমাদের দেশেই খুঁজতে হবে। আমরা স্বদেশের ঠাকুর ফেলে ‘বিদেশি কুকুর’ ধরি। আমাদের রোল মডেল, বিজ্ঞানী, নেতা- আমাদের দেশেই আছে। আগে দেশে খুঁজব, পরে বাইরে যাব আমরা। প্রতিটি দেশ, সমাজ ও রাষ্ট্র রোল মডেল খোঁজে। রোল মডেলের প্রয়োজন আছে। কেবল অর্থনীতিতে নয়, আমাদের নেতৃত্বেও রোল মডেল খুঁজতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একটি মহৎ বিষয়ে পড়াশোনা করছেন। সাংবাদিকতা একটি সম্মানিত পেশা, এটিকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সংসদ, আইন ও আদালতের পরই সাংবাদিকতাকে বিবেচনা করা হয়। সাংবাদিকতার মাধ্যমে সুশীল সমাজ ও একটি দেশের নাগরিকের মতামত প্রকাশিত হয়। বিভিন্ন বিষয়ে জানাও যায়।
অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়নের জন্য কাজ করছি। আমরা চাই শিক্ষার্থীদের স্থপতি হিসেবে গড়ে তুলতে। সুন্দর বিশ্ববিদ্যালয় শুধু স্থাপনায় নয়, শিক্ষার্থীদের মেধা, মনন ও উন্নয়নে- বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের শিক্ষার্থীদের লক্ষ্যে হবে ক্লাস ও জ্ঞান অর্জন করা।
বিশেষ অতিথির বক্তব্যে পিএইচপির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান বলেন, জ্ঞান অর্জনের জন্য নিরলস পরিশ্রম করতে হবে। পরিশ্রম ও সাধনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যায় না। এজন্য উত্তম চরিত্রের মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে।
বিভাগের ৭ম ব্যাচের সাবেক শিক্ষার্থী তাজুল ইসলাম ও বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক।
এতে স্বাগত বক্তব্য রাখেন- বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল ও সাধারণ সম্পাদক হামিদ উল্ল্যাহ।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভাগের পাঁচ কৃতী শিক্ষার্থীকে সম্মামনা স্মারক প্রদান করা হয়। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব ও ব্যান্ড দল বে অব বেঙ্গলের পরিবেশনের মধ্য দিয়ে প্রথমদিনের উদযাপন শেষ হয়।
রজতজয়ন্তীর দ্বিতীয় দিন ২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ পর্ব এবং বিকেল ৩টায় ব্যান্ড দল আভাসের পরিবেশনায় সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে শেষ হবে রজতজয়ন্তীর দুই দিনব্যাপী উৎসব।
বাংলা৭১নিউজ/এফআর