১১ বছর আগে রাজধানীর মিরপুরে স্ত্রীকে জবাই করে হত্যা মামলায় স্বামী মো. মানিক মিয়া ব্যাপারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো.আখতারুজ্জামান এ রায় দেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আতাউর রহমান এ তথ্য জানান।
জানা যায়, সাদিয়া আফরিন রিতার সাথে মানিকের প্রেমের সম্পর্ক হয়। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলতো। প্রায় সময় মানিক রিতাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো।
২০১৩ সালের ১২ জানুয়ারি মানিক রিতার মায়ের মোবাইলে ফোন দিয়ে জানায়, তাদের মেয়ের খুব জেদ, দুইদিন ধরে সে বাসায় আসে নাই। তার যদি কিছু হয় সেজন্য দায়ী থাকবে না বলে মোবাইল রেখে দেয়। এরপর থেকে মানিকের মোবাইল বন্ধ পাওয়া যায়। রিতার মা ১৪ জানুয়ারি বাড়ি থেকে ঢাকার বাসায় গেলে বাসার দরজায় তালা বন্ধ অবস্থায় দেখতে পান।
পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালার বোনকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, তাদের মেয়ে বাসায় তার স্বামীর সাথে ঝগড়া করে একটি ব্যাগ নিয়ে একা বাসা থেকে বের হয়ে গেছে। এই কথা শুনে রিতার মা বাড়িতে ফিরে আসেন এবং বিষয়টি স্বামী মতিউর রহমানকে জানান। ১৭ জানুয়ারি পুলিশ মতিউর রহমানকে জানায়, তার মেয়ে ঢাকার বাসায় মারা গেছে। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে।
এ ঘটনায় ১৭ জানুয়ারি ভিকটিমের বাবা মতিয়ার রহমান বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মোহাম্মদ সেলিম ওই বছরের ৫ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০ এপ্রিল আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। মামলার বিচার চলাকালে আদালত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ