বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হলো ৭৩ জন। তবে এখনও নিখোঁজ রয়েছে অনেকে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সেন্টমার্টিনের কাছ থেকে মুমূর্ষু অবস্থায় ওই রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে কোস্টগার্ড। বাকিদের খোঁজে অভিযান চলছে।
এদিকে, অবৈধভাবে মালয়েশিয়া পাচারের চেষ্টা ও ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।
গতকাল ভোরে সেন্টমার্টিনের কাছাকাছি রোহিঙ্গাবাহী ট্রলার ডুবে মৃত্যু হয় ১৫ জনের।
বাংলা৭১নিউজ/এমআর