ধলেশ্বরী সেতুতে টোল আদায় নিয়ে অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। সেতুর টোল আদায়ে অনিয়ম নিয়ে মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষাপটে সংসদীয় বিষয়টি আবারও তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে কমিটি গঠন করা হয়।
ধলেশ্বরী সেতুতে দিনে ৩০ লাখ টাকা টোল আদায় হলেও সরকার তিন লাখ পায়, গত অক্টোবর মাসে গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ হয়। ওই মাসেই সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটি মন্ত্রণালয়কে তদন্ত করার সুপারিশ করে। পরে মন্ত্রণালয় তদন্ত করে সংসদীয় কমিটিকে জানায়, পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদন ‘বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।
সংসদীয় কমিটিতে আরও অভিযোগ ওঠে, ধলেশ্বরী সেতুতে টোল আদায়ে নিয়োজিত সার্ভিস প্রোভাইডারের ইজারার মেয়াদ তিন বার বাড়ানো হয়েছে এবং এক্ষেত্রে অনিয়ম হয়েছে। জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু বিভাগের উন্নয়ন কাজগুলো একই ঠিকাদারি প্রতিষ্ঠান বারবার পায় কিনা, তা খতিয়ে দেখবে সংসদীয় কমিটি।
এ বিষয়ে একটি উপ-কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সদস্য ধলেশ্বরী সেতুসহ দেশের সকল সেতুতে টোল আদায়ে অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রাপ্ত অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য এনামুল হককে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছে সংসদীয় কমিটি।কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।
বাংলা৭১নিউজ/সর