রবিবার, ১১ মে ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সুইজারল্যান্ড থেকে আসবে এক কার্গো এলএনজি, ব্যয় ৭৮৮ কোটি টাকা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সুইজারল্যান্ড থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুযায়ী স্পট মার্কেট থেকে এই এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে প্রায় ৭৮৮ কোটি টাকা।

সরাসরি ক্রয় পদ্ধতি অবলম্বন করে এই এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, দেশের বিদ্যুৎ, সার, শিল্পখাতসহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি ক্রয়ের জন্য চারবার পুনঃকোটেশনসহ পাঁচবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে দুটি কোটেশন জমা পড়ে। তাই সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আগামী ৫-৬ মার্চের মধ্যে এলএনজি কার্গো ক্রয় করার পর্যাপ্ত সময় না থাকায় পঞ্চমবার কোটেশন আহ্বান করে প্রাপ্ত সর্বনিম্ন দরদাতা মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার, সুইজারল্যান্ড’র কাছ থেকে এক কার্গো এলএনজি ক্রয় করা হবে।

সরাসরি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে প্রতি এমএমবিটিইউ ১৬.৪৩ মার্কিন ডলার হিসেবে এক কার্গো (৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) এলএনজি ক্রয়ে ব্যয় হবে ৭৮৭ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার ১৫২ টাকা।

এর আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গ্যাসের জরুরি প্রয়োজন মেটানোর জন্য স্পট মার্কেট থেকে এক কার্গো (৫-৬ মার্চ ২০২৫ সময়ে ৯ম কার্গো) এলএনজি সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সূত্র জানায়, বিদ্যুৎ, সার, শিল্পখাতসহ বিভিন্ন খাতে দেশে গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে স্পট মার্কেট হতে এক কার্গো এলএনজি ক্রয়ের জন্য চারবার পুনঃকোটেশনসহ পাঁচবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও গ্রহণযোগ্য সাশ্রয়ী দরদাতা পাওয়া যায়নি। আসন্ন রমজান মাস বিবেচনায় দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার জন্য এবং পুনরায় কোটেশন আহ্বানের জন্য পর্যাপ্ত সময় না থাকায় আগামী ৫-৬ মার্চ এক কার্গো এলএনজি জরুরি ভিত্তিতে ক্রয় করা প্রয়োজন।

তাই রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি পিপিআর-২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদনের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়।

সূত্র জানায়, জরুরি ভিত্তিতে এক কার্গো এলএনজি ক্রয় করা না হলে ১-৫ মার্চ সময়ে দেশে দৈনিক আরএলএনজি সরবরাহ ৯০০ এমএমসিএফ থেকে কমে ৬০০ এমএমসিএফ এবং ৬-১০ মার্চ পর্যন্ত সময়ে ৮০০ এমএমসিএফ থেকে কমে ৫০০ এমএমসিএফ হবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com