বাংলা৭১নিউজ,ডেস্ক:আজ পবিত্র আশুরা, কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ। এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এবং তার অনুসারিরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।
করোনা সংক্রমণের প্রেক্ষাপটে এবার নীরবেই পালিত হয়েছে পবিত্র আশুরা। প্রশাসনের অনুমতি না থাকায় ইমামবাড়ার বাইরে কোন আনুষ্ঠানিকতা নেই। সীমিতি পরিসরে তাজিয়া মিছিল হয়েছে হোসেনী দালান প্রাঙ্গণে।
পরিসর সীমিত হলেও সামাজিক দুরত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। আয়োজন যতই সীমিতি হোক, আনুষ্ঠানিকতা বাদ যায়নি।
আয়োজনে উপস্থিত একজন বলেন, হযরত ইমাম হোসেন (রা.) কারাবালা ময়দানে শহীদ হয়েছেন। সেখানে ৭২ জন শহীদ হয়েছিলেন। অন্য আরেকজন বলেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য হযরত ইমাম হোসেন (রা.) শাহাদৎ বরণ করেন। আর সেই ঘটনাকে স্মরণ করার জন্যই আমরা শিয়া-সুন্নী নির্বিশেষে সকালেই এই শোক পালন করি।
আয়োজক কমিটি বলছে, নিয়ম অনুযায়ী তারা পালন করছেন অপবিত্র আশুরা। তবে, ২০১৫ সালের বোমা হামলার বিচার শেষ না হওয়ায় হতাশা তারা।
ইমামবাড়া, হোসেনি দালান তত্তাবধায়ক ফিরোজ হোসেন বলেন, ২০২০ সালে এসে আমরা আশা করি এই বিচার অতি তাড়াতাড়ি শেষ হবে। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের প্রাপ্য বিচার হোক।
এদিকে, আশুরা উপলক্ষে ইমামবাড়া ঘিরে রয়েছে তিন স্তরের নিরাপত্তা।
বাংলা৭১নিউজ্/এবি