বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অপু জলদাস (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল তার মৃতদেহ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।
রবিবার রাতে ভাটিয়ারীর মির্জানগর জেলে পাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক প্রদ্যুৎ কুমার ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যবসায়িক কোনো বিষয় নিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
অপু জলদাস চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন হোন্দল পাড়ার নেপাল জলদাসের পুত্র হলেও দীর্ঘদিন ধরে তিনি মির্জানগর এলাকায় বসবাস করতেন।
বাংলা৭১নিউজ/এমএস