বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সিলেট-৫ নির্বাচন বয়কটের ২৪ ঘণ্টা পর ‘পরিবেশ সুষ্ঠু’ বললেন জাপা প্রার্থী

সিলেট প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

ভোটের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে নির্বাচন বয়কট করার ২৪ ঘণ্টার মাথায় সে বক্তব্য প্রত্যাহার করেছেন সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আগের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান তিনি।

বুধবার (৩ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে বয়কটের ঘোষণা দেন তিনি। সাব্বির আহমদ জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান। তিনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক।

লিখিত বক্তব্যে সাব্বির বলেন, বুধবার একটি কুচক্রী মহলের প্ররোচনায় কিছু ভিত্তিহীন অভিযোগ করেছিলাম। সেগুলো আমি প্রত্যাহার করে নিচ্ছি এবং কথাগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। আসলে সিলেট-৫ আসনে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের পরিবেশ বিরাজ করছে। ৭ জানুয়ারি ভোটাররা নিশ্চয় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করবেন।

লিখিত বক্তব্য সাব্বির আরও বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সরকারি বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মূলত আমার দল জাতীয় পার্টি কেন্দ্র থেকে আমাকে সহযোগিতা না করায় এবং আমি শারীরিকভাবে খানিকটা অসুস্থ থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

এর আগে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে সাব্বির আহমদ বলেছিলেন, ‘সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার সিলেটে এসেও একই কথা বলেছিলেন। কিন্তু আমরা মাঠে সেরকম কোনো পরিবেশ পাচ্ছি না। তাই নির্বাচন করা খুবই কঠিন।’

তিনি আরও বলেছিলেন, ‘গত ৩০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিলেট সার্কিট হাউজে সব প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। সে সময় আমরা বিভিন্ন অভিযোগ দিয়েছি। তিনি বিষয়টি নোট করেছেন। এ অভিযোগ দেওয়ার নির্বাচনের পরিবেশ আরও খারাপ হয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন করার কোনো পরিবেশ নেই। তাই নির্বাচন বয়কট করেছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com