রবিবার, ১১ মে ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সিলেটে বন্যা: শুধু মৎস্য খাতে ক্ষতি ২৬ কোটি টাকা

সিলেট প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে

বন্যায় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। এতে ২০ হাজার পুকুর-দিঘী-খামার-হ্যাচারির প্রায় ২৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য অধিদপ্তর সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মো. আহসান হাসিব খান একথা জানান।

গত তিনদিন ধরে সিলেটে বন্যার পানি কমছে। যদিও সুরমা-কুশিয়ারা নদীর পানি অধিকাংশ পয়েন্টে বিপৎসীমার উপরে রয়েছে। আবার কুশিয়ারার অমলশিদে তিন নদীর মোহনায় নদীরক্ষা বাঁধ ভেঙে যাওয়া এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি গতকাল পর্যন্ত পানি বাড়ায় কয়েকটি উপজেলা নতুন করে প্লাবিত হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিলেট জেলায়। ১৩টি উপজেলা প্লাবিত হয়েছে। নগরের শতাধিক আবাসিক ও বাণিজ্যিক এলাকার বাসাবাড়ি, সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে জেলায় পানিবন্দি ছিলেন প্রায় ১৪ লাখ মানুষ। বিস্তীর্ণ জনপদ ও হাওর প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগের পাশাপাশি, কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।

মৎস্য অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয় জানিয়েছে, বন্যায় মোট ১৮ হাজার ৭৪৯টি পুকুর, দিঘি, হ্যাচারি ও মাছের খামার পানিতে তলিয়েছে। এতে ২ কোটি ১৩ লাখ মাছের পোনা এবং ২ হাজার ৩০৫ টন মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতির শিকার হয়েছেন ১৫ হাজার ১৬৩ জন মাছ চাষী। বিভিন্ন অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ২১ কোটি ৭৩ লাখ ১৪ হাজার টাকার ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে নিরূপণ করেছে তারা। এর পরিমাণ আরও বাড়তে পারে। জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

sylhet

জেলার মধ্যে জকিগঞ্জে ৬ হাজার ৩৫০টি মাছের খামার তলিয়ে ৬২২ কোটি টাকা, গোয়াইনঘাটে ২ হাজার ৫৯২টি খামার তলিয়ে ১৪০ কোটি টাকা, কানাইঘাটে ২ হাজার ৩৫০টি খামার তলিয়ে ৬৪ কোটি টাকা, বিশ্বনাথে ২ হাজার ১৫০টি খামার তলিয়ে ১৫৫ কোটি টাকা, জৈন্তাপুরে ২ হাজার ১০০টি খামার তলিয়ে ৬৭৪ কোটি টাকা ও বিয়ানীবাজারে ১ হাজার ৪০২টি খামার তলিয়ে ২১৬ কোটি ৮১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া, সিলেট সদর উপজেলায় ৫৩৫টি মাছের খামার, গোলাপগঞ্জে ৮৪৫টি, বালাগঞ্জে ৭০টি, কোম্পানীগঞ্জে ১৪৫টি ও দক্ষিণ সুরমায় ২১০টি খামার তলিয়ে গেছে। 

সুনামগঞ্জ জেলা মৎস অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত জেলার ৪টি উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে এক হাজার ৩১০ পুকুর-দিঘি ও খামার। এতে এক হাজার ১৩৪ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৫০ লাখ ৩০ হাজার মাছের পোনা ভেসে গেছে। অবকাঠামোসহ মোট ক্ষতির পরিমাণ ৩ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকা। 

সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সীমা রানী এ তথ্য নিশ্চিত করে জানান, ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এছাড়া মৌলভীবাজারের জুড়িসহ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। এতে ক্ষতি হয়েছে ৬১ লাখ টাকা। তবে হবিগঞ্জে এবার বন্যার প্রভাব পড়েনি। মৎস্য খাতে ক্ষয়ক্ষতিও নেই।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com