বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সিরিয়ায় একদিনে ৭২ আসাদপন্থি নিহত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

সিরিয়ায় সক্রিয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি ৭২ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে একটি যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন এইচটিএস-এর সাধারণ নিরাপত্তা ও সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে তারতুস ও লাতাকিয়া প্রদেশে নিহত হয়েছে। 

শনিবার প্রেস টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাকি হত্যাকাণ্ডগুলো আলেপ্পো, দারা, দেইর আল-জোর, দামেস্ক ও হোমস প্রদেশে ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

আসাদ সরকারের পতনের পরই মূলত সিরিয়ায় এ ধরনের সহিংসতার বৃদ্ধি ঘটেছে। ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিদেশি সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী এইচটিএস মাত্র দুই সপ্তাহের তীব্র আক্রমণের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার পতনের ঘোষণা দেয়।

এরপর এইচটিএস নেতা আহমদ আল শারার নেতৃত্বে সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

এ মাসের শুরুতেই এইচটিএস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির উত্তর-পশ্চিম উপকূলীয় অঞ্চলে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ সরকার পতনের পর থেকে ১০০ দিনে দেশটিতে ৪,৭১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যার মধ্যে ৩৪৫ জন নারী ও ১৯৪ জন শিশু রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এর মধ্যে ১,৮০৫ জনকে ফিল্ড এক্সিকিউশন বা ধর্মীয় পরিচয়ের কারণে টার্গেট করে হত্যা করা হয়েছে। যাদের অনেকেই পূর্ববর্তী আসাদ প্রশাসনের সমর্থক ছিলেন।

আলাওয়ি সম্প্রদায়ের ওপর টার্গেটেড হত্যাকাণ্ড

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাটির মতে, সিরিয়ায় সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বেশিরভাগই মার্চ মাসে সংঘটিত হয়েছে এবং বেশিরভাগ ভুক্তভোগী ছিলেন আলাওয়ি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, এই সাম্প্রদায়িক সহিংসতা নতুন শাসকগোষ্ঠীর গোপন মদদ ও তাদের অধীনস্থ সন্ত্রাসীদের ওপর নিয়ন্ত্রণের অভাব তুলে ধরেছে।

তারা আরও বলছেন, আসাদ সরকারের সব সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা প্রধানদের অপসারণই সিরিয়ায় চলমান সহিংসতার জন্য দায়ী।

সূত্র: মেহের নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com