রবিবার, ১১ মে ২০২৫, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

‘সাম্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এক সঙ্গে কাজ করব’

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, যেই সাম্যের বাংলাদেশের জন্য জুলাই অভ্যুত্থানটা হয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই এক সঙ্গে মিলে কাজ করব।

রোববার (৩০ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারসমূহের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাসলিম জারা বলেন, আপনারা সাহস, ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলেন ও গুলির মুখে দাঁড়িয়ে ছিলেন। শুধু একবার না আপনারা গুলির মুখে বারবার দাঁড়িয়ে ছিলেন। মৃত্যু সামনে জেনেও আপনারা বারবার দাঁড়িয়ে ছিলেন গুলির সামনে। আসলে এটা কোনো বলার ভাষা রাখে না। সে কারণেই আমরা এখন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আছি।

তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে, যে সাহস নিয়ে আপনারা দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন আশা থাকবে আমাদের এই বাংলাদেশে সেই স্বপ্নগুলো আমরা বাস্তব করতে পারব। দেশটা জনগণের হবে, সবার অধিকার সমান থাকবে। কারো পদ আছে বা সম্পত্তি কেমন আছে সেই অনুযায়ী অধিকার নিশ্চিত হবে, ভোটের অধিকার খর্ব হবে, কাউকে অপমান করা যাবে, সেই বাংলাদেশ যেন আর কখনোই না হয়।

তিনি আরও বলেন, আজকে এখানে যারা এসেছেন তাদের কয়েকজনের সঙ্গে আমার পূর্বে দেখা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা করতে পেরে ভালো লাগছে। ঈদের আগে সুন্দর একটা অনুষ্ঠান ও ঈদ উপহার বিতরণের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখপাত্র রাজিব মোল্লা, সদস্য মিরাজুল মাজিদ তূর্য্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমজান আলী, ঢাকা বাংলা কলেজের শিক্ষার্থী জাকির হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানের সঞ্চালনায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম, মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক সাঈদুরজ্জামান সাকিব, আলতাব মাহমুদ, ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য টোকন মন্ডলসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান নিহত ৩ শহীদ পরিবার ও আহত ৭৭ জনের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, চিনি, সেমাই, তেল ও গুড়া দুধ দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com