অন্যরা হলেন- বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনা আকতার এবং রাজধানীর রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী জেবুন্নেছা।
এদিন দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান আসামি মজিবুল হক, উপপরিচালক মো. সিফাত হাসান আসামি জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনার এবং উপপরিচালক মেফতাহুল জান্নাত রিজেন্সীর মুসলেহ ও তার স্ত্রী জেবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন৷ দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।