বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে শনিবার সন্ধ্যায় এক প্রস্ততি সভা অনুষ্টিত হয়। সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান সুজনের সভাপতিত্বে সভায় প্রধান অতিতি হিসাবে বক্তব্য রাখেনু আদমদীঘি থানা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান আবাদুর মহিত তালুদার।
আরো বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক সাধারন সম্পাদক মোঃ মনসুর আলী, বিএনপি নেতা ইকবাল, শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুন সাধারন সম্পাদক পৌর কাউন্সিলার ওহাদে, পৌর ছাত্রদলের সিনির সহসভাপতি জুয়েল,সেহেল,সাংগঠকি সম্পাদক লিটন,চাত্র নেতা সোহাগ, লিয়ন প্রমুখ।
বক্তারা বলেন,ভোটার বিহীন বর্তমান জুলুমবাজ, সরকারের মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে হলে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বিগত ৯০ সালের স্বৈরাচার এরশাদ সরকার বিরোধী আন্দোলনে ছাত্রদলের ভুমিকার কথা উল্লেখ করে বলেন ছাত্রদই পারে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে।
বাংলা৭১নিউজ/জেএস