বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

সাকিব কন্যার ছবিতে বাজে মন্তব্য, যা বললেন শিশির

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: পাঁচ দিন আগে সাকিব আল হাসানের বড় মেয়ে আলায়না হাসান অব্রির সামাজিক যোগাযোমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়। যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে সূর্যমুখী ফুলের বাগানে তোলা ছবিটি ছিল আলায়নার নিজের। ইনস্টাগ্রাম থেকে এই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।

ফেসবুকের বিভিন্ন পেজে এই ছবিটি পোস্ট হতে থাকে। ফেসবুক ব্যবহারকারীরা এই ছবিতে বিভিন্ন মন্তব্য করতে থাকেন, যার মধ্যে অধিকাংশই ছিল আলায়নার প্রশংসা করে। অসংখ্য মন্তব্যের মধ্যে মাত্র চার-পাঁচটি মন্তব্য ছিল খুবই বাজে।

এই বাজে মন্তব্যগুলোর স্ক্রিনশট দ্রুতবেগে ছড়িয়ে পড়ে ফেসবুকে। বাজে মন্তব্যকারীদের সমালোচনা করথে থাকেন সবাই। এর মধ্যে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির এই ঘটনা নিয়ে একটি স্ট্যাটাস দেন। তার ভাষ্যমতে, এতএত ভক্ত-অনুসরণকারীদের মধ্যে থেকে এমন ঘটনা তাদের বিচলিত করে না।

শিশির জানিয়েছেন, এ বাজে মন্তব্যকারীদের পেছনের ঘটনা জানতে উচ্চতর কর্তৃপক্ষ কাজ করছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট থেকে জানানো হয়েছে বিকৃত মন্তব্যকারীদের ধরতে পুলিশ কাজ করছে।

শিশির তার স্ট্যাটাসে লেখেন, ‘কী ঘটছে তা সম্পর্কে আমি অবগত ছিলাম না। কারণ এসব আমাদের বিরক্ত করে না। পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ভক্ত, অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও খারাপ চাওয়া মানুষ রয়েছে। এটা একটা প্যাকেজ বলা যায়, অবশ্যই আমরা সবসময় আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকি, এটা ভালো ব্যাপার।’

তিনি আরও লেখেন, ‘বিশ্বজুড়ে বহু তারকাদেরই বাজে পরিণতির মুখোমুখি হতে হয়। কিন্তু অন্যান্য দেশে প্রতিবাদের জন্য হাজারটা ভালো মন্তব্যের ভিড়ে ৪-৫টি বাজে মন্তব্য আমলে নিতে ফোন হাতে বসে থাকার সময় থাকে না। আক্ষরিক অর্থে পুরো ব্যাপারটি ঘটেছে হাজারটা ভালো মন্তব্যের মধ্যে ৪ টি বাজে মন্তব্যের উপর ভিত্তি করে।

এর পেছনের কারণ জানতে উচ্চতর কর্তৃপক্ষ কাজ করছে জানিয়ে শিশির লেখেন,  উচ্চ কর্তৃপক্ষ এটা নিয়ে কাজ করছে। চলেন আপনার পেইজের কিছু প্রচার করুন! কিছুই আমাদের উদ্দেশ্য ও জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করবেনা। কারণ এসব সামান্য ব্যাপার আমাদের বিচলিত করেনা কোনভাবেই। প্রতিবাদ করতে চাইলে  কার্যকর কোন কিছুর প্রতিবাদ করুন। সময় নষ্ট হওয়ার মত মন্তব্যগুলো দেখতে আমার ছবিতে বসে থাকবেন না।

আবরার শাহরিয়ার, শাহ মো. আবদুল্লাহ, শাহিন আলম, ড্রিমলেস কিং রেজোয়ান, ও নিউটন তরফদার নামের কিছু আইডি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com