বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও সাকিল আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম জি.এম ফারহান ইশতিয়াকের আদালত রিমান্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌসুলি ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরে আদালত এ আদেশ দেন।
বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন গত বছরের ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
বাংলা৭১নিউজ/এসএন